ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

আজকের তরুণকণ্ঠ

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চারজনকে গণপিটুনিদেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত(২১) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২১শে জুলাই) গভীর রাতে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর  রামচন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে এলাকাবাসী গরুচোর সন্দেহে চারজনকে আটক করে।  এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দেয় এতে চারজন গুরুতর আহত হয়। মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারজনকে উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়,সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শান্ত নামের একজনকে মৃত ঘোষনা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করা হয় এবং বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।

এ দিকে ঘটনায় নিহত ব্যক্তি মাধবদীর বালুরচর গ্রামের জাকির মৃধার ছেলে শান্ত (২১), এবং আহতরা হলেন কালীগঞ্জের ভাটিরা গ্রামের ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও অনিল চন্দ্রের নওমুসলিম পুত্র আব্দুল্লাহ (২৮), কাপাসিয়ার চাঁদপুর গ্রামের হাফিজুল্লাহর পুত্র রিফাত (২৩)।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১২:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রকাশ : ১২:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চারজনকে গণপিটুনিদেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত(২১) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২১শে জুলাই) গভীর রাতে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর  রামচন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে এলাকাবাসী গরুচোর সন্দেহে চারজনকে আটক করে।  এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দেয় এতে চারজন গুরুতর আহত হয়। মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারজনকে উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়,সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শান্ত নামের একজনকে মৃত ঘোষনা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করা হয় এবং বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।

এ দিকে ঘটনায় নিহত ব্যক্তি মাধবদীর বালুরচর গ্রামের জাকির মৃধার ছেলে শান্ত (২১), এবং আহতরা হলেন কালীগঞ্জের ভাটিরা গ্রামের ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও অনিল চন্দ্রের নওমুসলিম পুত্র আব্দুল্লাহ (২৮), কাপাসিয়ার চাঁদপুর গ্রামের হাফিজুল্লাহর পুত্র রিফাত (২৩)।