ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মনপুরায় নৌবাহিনীর অভিযান: শিশু বলৎকারী গ্রেফতার,অবৈধ জাল জব্দ

আজকের তরুণকণ্ঠ

ভোলার মনপুরায় নৌবাহিনীর এক অভিযানে শিশু বলাৎকারীকে গ্রেপ্তার ও একটি গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গত ২৮ জুন মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে বলাৎকার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিশুর মা গত ১৭ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নৌবাহিনী তদন্ত শুরু করে এবং ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে মনপুরার স্থানীয় বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মূল অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও, দোকানের কাছে অবস্থিত একটি গোপন গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী, যার বাজার মূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। পরে গুদামটি সিলগালা করে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নৌবাহিনীর সঙ্গে মনপুরা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

মনপুরায় নৌবাহিনীর অভিযান: শিশু বলৎকারী গ্রেফতার,অবৈধ জাল জব্দ

প্রকাশ : ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভোলার মনপুরায় নৌবাহিনীর এক অভিযানে শিশু বলাৎকারীকে গ্রেপ্তার ও একটি গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গত ২৮ জুন মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে ডেকে নিয়ে নির্মমভাবে বলাৎকার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিশুর মা গত ১৭ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে নৌবাহিনী তদন্ত শুরু করে এবং ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে মনপুরার স্থানীয় বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মূল অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও, দোকানের কাছে অবস্থিত একটি গোপন গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে নৌবাহিনী, যার বাজার মূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। পরে গুদামটি সিলগালা করে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে নৌবাহিনীর সঙ্গে মনপুরা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।