ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার মনপুরায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি, দূর্ভোগে সাধারন মানুষ

আজকের তরুণকণ্ঠ

মো. কামরুল হোসেন সুমন,মনপুরা:

ভোলার মনপুরায় বৈরী আবহাওয়া ও টানা ৭ দিনের বৃষ্টিতে উপজেলার বিস্তৃীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এছাড়া ও মনপুরার বিভিন্ন যায়গা দিয়ে জোয়ারের পানি ঢুকে মনপুরার সকল গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। অচল হয়ে পড়েছে পুরো মনপুরার মানুষের জীবন-জীবিকা।নষ্ট হয়েছে শত শত মৎস্য খামার,ভেসে গেছে পুকুরের মাছ।এক মৎস্য খামারী বলেন আমাদের মৎস্য খামার ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে আছে, যার ফলে ক্ষতির মধ্যে রয়েছে খামারীরা।

মনপুরার মো নাজিম মাঝি,মো হুমায়ুন মাল নামের বাসিন্দা বলেন,বৈরী আবাহাওয়া ও ‘টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বের হতে পারছি না। ঘেরের মাছ সব ভেসে গেছে। জলাবদ্ধতার কারণে আমরা পানিবন্দী হয়ে আছি।’
এছারাও হাজারো কৃষকের চিন্তার কারন হয়ে দারিয়েছে কৃষি কাজে।মনপুরার ১,২,৩ নং ইউনিয়ন সহ ৪নং দক্ষিণ সাকুচিয়ার রহমানপুর গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গনি মুন্সি বলেন, এই ওয়ার্ডের জনতা বাজারের সুইজ গেট নষ্ট থাকার কারনে যে পরিমানে বৃষ্টি হয় সে ভাবে পানি নামতে পারে না।যার কারনে বাড়ি ঘর ডুবে আছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, যেহেতু মনপুরায় বেড়িবাঁধ এর কাজ চলমান আছে এই কারনে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে মানুষ পানি বন্ধী হয়ে পরেছে।আমরা পানি নিষ্কাশনের ব্যবস্হা করবো।সেই সাথে যদি মনপুরার কোন যায়গায় স্লাইস গেট থাকে তাহলে তা যেন কেউ বন্ধ করে না রাখে সে দিকে আমাদের প্রশাসন নজর রাখবে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ১১:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ভোলার মনপুরায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি, দূর্ভোগে সাধারন মানুষ

প্রকাশ : ১১:০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

মো. কামরুল হোসেন সুমন,মনপুরা:

ভোলার মনপুরায় বৈরী আবহাওয়া ও টানা ৭ দিনের বৃষ্টিতে উপজেলার বিস্তৃীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।এছাড়া ও মনপুরার বিভিন্ন যায়গা দিয়ে জোয়ারের পানি ঢুকে মনপুরার সকল গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। জন-জীবনে বিপর্যয় দেখা দিয়েছে। অচল হয়ে পড়েছে পুরো মনপুরার মানুষের জীবন-জীবিকা।নষ্ট হয়েছে শত শত মৎস্য খামার,ভেসে গেছে পুকুরের মাছ।এক মৎস্য খামারী বলেন আমাদের মৎস্য খামার ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে আছে, যার ফলে ক্ষতির মধ্যে রয়েছে খামারীরা।

মনপুরার মো নাজিম মাঝি,মো হুমায়ুন মাল নামের বাসিন্দা বলেন,বৈরী আবাহাওয়া ও ‘টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বের হতে পারছি না। ঘেরের মাছ সব ভেসে গেছে। জলাবদ্ধতার কারণে আমরা পানিবন্দী হয়ে আছি।’
এছারাও হাজারো কৃষকের চিন্তার কারন হয়ে দারিয়েছে কৃষি কাজে।মনপুরার ১,২,৩ নং ইউনিয়ন সহ ৪নং দক্ষিণ সাকুচিয়ার রহমানপুর গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গনি মুন্সি বলেন, এই ওয়ার্ডের জনতা বাজারের সুইজ গেট নষ্ট থাকার কারনে যে পরিমানে বৃষ্টি হয় সে ভাবে পানি নামতে পারে না।যার কারনে বাড়ি ঘর ডুবে আছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, যেহেতু মনপুরায় বেড়িবাঁধ এর কাজ চলমান আছে এই কারনে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে মানুষ পানি বন্ধী হয়ে পরেছে।আমরা পানি নিষ্কাশনের ব্যবস্হা করবো।সেই সাথে যদি মনপুরার কোন যায়গায় স্লাইস গেট থাকে তাহলে তা যেন কেউ বন্ধ করে না রাখে সে দিকে আমাদের প্রশাসন নজর রাখবে।