ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, স্বামী আহত

আজকের তরুণকণ্ঠ

সিঙ্গাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামের এক তরুণ গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার স্বামী মো. আরিফ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে তা হাটবাজারে বিক্রি করতেন। আজ হঠাৎ তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. লিটন জানান, “হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। ছুটে গিয়ে দেখি, সুবর্ণার নিথর দেহ মেঝেতে পড়ে আছে, আর তার স্বামী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।”

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো ও অকার্যকর সিলিন্ডার ব্যবহারের কারণেই বিস্ফোরণটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৭:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, স্বামী আহত

প্রকাশ : ০৭:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

সিঙ্গাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামের এক তরুণ গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার স্বামী মো. আরিফ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে তা হাটবাজারে বিক্রি করতেন। আজ হঠাৎ তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. লিটন জানান, “হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। ছুটে গিয়ে দেখি, সুবর্ণার নিথর দেহ মেঝেতে পড়ে আছে, আর তার স্বামী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।”

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো ও অকার্যকর সিলিন্ডার ব্যবহারের কারণেই বিস্ফোরণটি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”