ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালের কাঁঠালে অভিনব কায়দায় ছাগল চুরি

আজকের তরুণকণ্ঠ

মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালের ৩নং কাঁঠাল ইউনিয়নের বৈলর কালীরবাজার সড়কের কাঁঠাল কাচারী সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় বাড়ছে ছাগল চুরি। গতকাল ছাগল চুরির এক ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে অত্র এলাকায় একটি ছাগল সড়ক থেকে কয়েক মিনিটের মধ্যে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোরেরা সম্ভবত নীরব স্প্রে ব্যবহার করে মোটরসাইকেল ও অটোরিকশার মাধ্যমে ছাগলগুলিকে অচেতন করে দ্রুত তুলে নিয়ে যায়। এরপর মালিকরা খোঁজাখুঁজি করতে গিয়ে ছাগল না দেখে হতভম্ব হয়ে পড়েন। অনেকের চোখের সামনেই চলন্ত গাড়িতে ছাগল উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

একাধিক ছাগল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই গবাদিপশু রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন এবং কেউ কেউ চুরির ভয়ে ছাগল পালন বন্ধ করে দিচ্ছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান মুরাদ জানান, দিনের বেলায় চোরেরা নিঃশব্দে ছাগলগুলো নিয়ে যায়। কয়েক দিনের ব্যবধানে আমার ২টি ছাগল চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের এলাকায় গত কয়েক দিনের ব্যবধানে প্রায় ১২টি ছাগল চুরি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় খবর দেওয়ার পরও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গবাদিপশু রক্ষায় অনেকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। এলাকাবাসীর প্রাণের দাবি—দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যেন বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ত্রিশালের কাঁঠালে অভিনব কায়দায় ছাগল চুরি

প্রকাশ : ০১:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালের ৩নং কাঁঠাল ইউনিয়নের বৈলর কালীরবাজার সড়কের কাঁঠাল কাচারী সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় বাড়ছে ছাগল চুরি। গতকাল ছাগল চুরির এক ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে অত্র এলাকায় একটি ছাগল সড়ক থেকে কয়েক মিনিটের মধ্যে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোরেরা সম্ভবত নীরব স্প্রে ব্যবহার করে মোটরসাইকেল ও অটোরিকশার মাধ্যমে ছাগলগুলিকে অচেতন করে দ্রুত তুলে নিয়ে যায়। এরপর মালিকরা খোঁজাখুঁজি করতে গিয়ে ছাগল না দেখে হতভম্ব হয়ে পড়েন। অনেকের চোখের সামনেই চলন্ত গাড়িতে ছাগল উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

একাধিক ছাগল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই গবাদিপশু রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন এবং কেউ কেউ চুরির ভয়ে ছাগল পালন বন্ধ করে দিচ্ছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান মুরাদ জানান, দিনের বেলায় চোরেরা নিঃশব্দে ছাগলগুলো নিয়ে যায়। কয়েক দিনের ব্যবধানে আমার ২টি ছাগল চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের এলাকায় গত কয়েক দিনের ব্যবধানে প্রায় ১২টি ছাগল চুরি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় খবর দেওয়ার পরও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। গবাদিপশু রক্ষায় অনেকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। এলাকাবাসীর প্রাণের দাবি—দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যেন বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।