চোরাচালান কারবারি রাজন শ্রীমঙ্গল পুলিশের জালে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ ১০ সেপ্টেম্বর ভোর রাত ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় শ্রীমঙ্গল পৌর এলাকার সোনার বাংলা রোডের নতুন বাজারস্থ নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে একটি সিএনজি অটোরিকশা থেকে আসামি রাজন মিয়ার হেফাজত হতে আলামত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ১১ (এগারো) টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা, ১ (এক) টি লাল রঙের প্লাস্টিকের নেট বস্তা, মোট ১২টি বস্তা।
এসব বস্তায় ৫১৬ কেজি ভারতীয় ফুচকা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩ হাজার টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা (রেজি. নং: মৌলভীবাজার-থ-১২-৪৮১৬) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফুচকা বাংলাদেশে এনে ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রাজন মিয়াকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।