নোটিশ:
সিংগাইরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সিংগাইর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দৌলতপুরের আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুরের মনির হোসেন (৬০)। আহতরা হলেন— মানিকগঞ্জ সদর উপজেলার মহসিন (৩২) ও পাবনার শাহজাহান আলী (৬০)।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Tag :