ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জিয়া সংস্কৃতি চর্চা বিকাশে জাসাস গঠন করেছিলেন- আফরোজা খানম রিতা

আজকের তরুণকণ্ঠ

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জাতীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সনের ২৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) গঠন করেছিলেন। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৭ বছর এদেশের জাতীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের সকল পথ বন্ধ করে শুধু মুজিব বন্ধনায় ডুবে থাকে

গণতন্ত্রকামী শিল্পী-সাহিত্যিকদের কন্ঠ রোধ করে সাংস্কৃতিক অঙ্গনে কালো ইতিহাস রচনা করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। শিল্পীরা প্রাণ খুলে গান গাইতে পারছে। সুরে সুরে বিজয়ের কথা বলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাসাস কর্তৃক আয়োজিত বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জারি গান ও নাটক প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জহির আলম লোদী, অ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, আহ্বান কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, শামীম আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ পারভেজ ও সিরাজুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ অসাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, জেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম পালু, ওবায়দুর রহমান খান নাঈম, সুজেল মিয়া, জিয়াউল হক শাওন, সদস্য সচিব শামীম বিশ্বাস, সদর থানা সভাপতি প্রদীপ কুমার সূত্রধর ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও বিভিন্ন থানা এবং ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

শহীদ জিয়া সংস্কৃতি চর্চা বিকাশে জাসাস গঠন করেছিলেন- আফরোজা খানম রিতা

প্রকাশ : ০৪:৩০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জাতীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সনের ২৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) গঠন করেছিলেন। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার বিগত ১৭ বছর এদেশের জাতীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের সকল পথ বন্ধ করে শুধু মুজিব বন্ধনায় ডুবে থাকে

গণতন্ত্রকামী শিল্পী-সাহিত্যিকদের কন্ঠ রোধ করে সাংস্কৃতিক অঙ্গনে কালো ইতিহাস রচনা করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। শিল্পীরা প্রাণ খুলে গান গাইতে পারছে। সুরে সুরে বিজয়ের কথা বলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাসাস কর্তৃক আয়োজিত বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জারি গান ও নাটক প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট জহির আলম লোদী, অ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, আহ্বান কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, শামীম আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ পারভেজ ও সিরাজুল ইসলাম খান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ অসাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, জেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম পালু, ওবায়দুর রহমান খান নাঈম, সুজেল মিয়া, জিয়াউল হক শাওন, সদস্য সচিব শামীম বিশ্বাস, সদর থানা সভাপতি প্রদীপ কুমার সূত্রধর ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও বিভিন্ন থানা এবং ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।