ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে ভেজাল সারসহ দুজন আটক

আজকের তরুণকণ্ঠ

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ভেজাল টিএসপি সারসহ দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। ভেজাল সার বিপণন ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

আটককৃতরা হলেন মুন্নু এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান এবং হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারের মুন্নু এন্টারপ্রাইজ নামের সার-বিষের দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী জানান, উপ-কৃষি কর্মকর্তা একটি অটোবাইকে হেমায়েতপুর থেকে সার আনতে দেখে সন্দেহ করেন। এ সময় সার দেখে ভেজাল মনে হওয়ায় তাদের আটক করা হয় ও সার জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে মুন্নু এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে। হেমায়েতপুর থেকে দীর্ঘদিন ধরে রায়দক্ষিণ বাজারে মেসার্স মুন্নু এন্টারপ্রাইজের মাধ্যমে ভেজাল সার বিক্রি হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-কৃষি কর্মকর্তা ভেজাল সার সন্দেহে এক অটোচালককে আটক করেন। পরে রায়দক্ষিণ মুন্নু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ভেজাল সার পাওয়া যায়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ভেজাল সার সংরক্ষণ ও বিপণন আইনত অপরাধ। আটক দুজনকে নিয়মিত আইনে মামলা দিয়ে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

এ সময় অভিযানে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০২:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

সিংগাইরে ভেজাল সারসহ দুজন আটক

প্রকাশ : ০২:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ভেজাল টিএসপি সারসহ দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। ভেজাল সার বিপণন ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

আটককৃতরা হলেন মুন্নু এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল মান্নান খানের ছেলে মো. বিশাল খান এবং হেমায়েতপুরের অটোচালক মো. মামুনুর রশিদ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারের মুন্নু এন্টারপ্রাইজ নামের সার-বিষের দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী জানান, উপ-কৃষি কর্মকর্তা একটি অটোবাইকে হেমায়েতপুর থেকে সার আনতে দেখে সন্দেহ করেন। এ সময় সার দেখে ভেজাল মনে হওয়ায় তাদের আটক করা হয় ও সার জব্দ করা হয়। পরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে মুন্নু এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে ১২ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে। হেমায়েতপুর থেকে দীর্ঘদিন ধরে রায়দক্ষিণ বাজারে মেসার্স মুন্নু এন্টারপ্রাইজের মাধ্যমে ভেজাল সার বিক্রি হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-কৃষি কর্মকর্তা ভেজাল সার সন্দেহে এক অটোচালককে আটক করেন। পরে রায়দক্ষিণ মুন্নু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ভেজাল সার পাওয়া যায়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ভেজাল সার সংরক্ষণ ও বিপণন আইনত অপরাধ। আটক দুজনকে নিয়মিত আইনে মামলা দিয়ে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

এ সময় অভিযানে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।