দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্তাহার চেয়ে স্মারকলিপি প্রদান

মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং কর্মকর্তা-কর্মচারীসহ রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রত্যাহারের দাবিতে আজ পহেলা সেপ্টেম্বর সকাল ১০:৩০ মিনিটে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্মারকলিপি প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর যুবদল নেতা জাহিদুর রহমান চৌম্বক, কমিউনিস্ট পার্টির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক শাজাহান তালুকদার, দুপচাঁচিয়া ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও, দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (আলম), শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জান্নাতুল নাঈম, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম, বাংলাদেশ খেলাফতে মজলিসের হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মাওলানা আলী আকবর সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি এই কর্মসূচিতে অংশ নেন।
স্মারকলিপিতে ডাক্তার শামসুন্নাহারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে দ্রুত তাকে তার পদ থেকে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।