নোটিশ:
নির্বাচন নিয়ে শঙ্কা এখনো কাটেনি: গয়েশ্বর চন্দ্র রায়

মো. রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি:
নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা থাকলেও তা যথেষ্ট নয়। ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরও নির্বাচন নিয়ে শঙ্কা রয়ে গেছে। দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও বলেন, “বিএনপি হলো তৃণমূল মানুষের দল। নেতারা কেউ কেউ দল ছেড়ে গেলেও কর্মীরা কখনো বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়েনি। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই।”
সমাবেশে কুমিল্লার উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Tag :