সিংগাইরে বিয়ে বিচ্ছেদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-১৯

নিজস্ব প্রতিবেদক, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিয়ে বিচ্ছেদ এবং কাবিনের টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের গঙ্গলালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দহর ইউনিয়নের গঙ্গলালপুর গ্রামের লাভু মিয়ার প্রবাসী খালাতো ভাই জহিরুল ইসলাম মোবাইলের মাধ্যমে পারিবারিকভাবে পাশের গ্রামের রমজান মোল্লার মেয়েকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না।
এরই জেরে রবিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। অভিযোগ উঠেছে, বিবাহবিচ্ছেদের পর মেয়ের পক্ষ কাবিনের ধার্যকৃত ৩ লক্ষ টাকা নিজেদের কাছে রেখে দিয়ে ছেলের পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে।
হামলার এক পর্যায়ে ছেলের পক্ষের লোকজনও প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই হামলা ও পাল্টা হামলায় লাভু মিয়া, কল্পনা, হুমায়রা এবং রায়হানসহ উভয় পক্ষের প্রায় ১৯ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লাভু মিয়া, কল্পনা, হুমায়রা ও রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…