নোটিশ:
রাজধানীর গুলিস্তানে মার্কেটে আগুন, জ্বলছে পঞ্চম তলা

রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চলছিল। মার্কেটের ভেতরে ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।