ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে বাড়ছে ইসলামের অনুসারী, এক দশকে যোগ হয়েছে ৩৫ কোটি

আজকের তরুণকণ্ঠ

বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র এক দশকে ইসলাম ধর্মে নতুন করে অনুসারী বেড়েছে প্রায় ৩৫ কোটি।

পিউ রিসার্চ সেন্টারের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। বর্তমানে বিশ্বে মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বের দুটি বৃহত্তম ধর্ম ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান ক্রমশ কমে আসছে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ
পিউ রিসার্চের গবেষণা বলছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা তুলনামূলকভাবে কম। এই অভূতপূর্ব বৃদ্ধির মূল কারণ হলো প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি। অন্যান্য প্রধান ধর্মগুলোর অনুসারীদের তুলনায় মুসলিমদের মধ্যে জন্মহার বেশি এবং মুসলিম জনগোষ্ঠীর গড় বয়সও কম। ইসলামই একমাত্র প্রধান ধর্ম, যেখানে ধর্মান্তরিত হয়ে গ্রহণকারীর সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি।

অন্যান্য প্রধান ধর্মগুলোর চিত্র
হিন্দুধর্ম: বিশ্বের তৃতীয় বৃহত্তম এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। গত এক দশকে এই ধর্মে অনুসারী বেড়েছে ১২ কোটি ৬০ লাখ। বৌদ্ধধর্ম: অন্যদিকে, বৌদ্ধধর্মের অনুসারীর সংখ্যা কমেছে। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এই ধর্মের অনুসারী কমেছে প্রায় ১ কোটি ৮৬ লাখ। অন্যান্য ধর্ম: গত দশকে ইহুদি ধর্মের অনুসারী বেড়েছে প্রায় ১০ লাখ। শিখ, বাহাইসহ বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যাও বেড়ে প্রায় ২০ কোটিতে দাঁড়িয়েছে।

বাড়ছে ধর্মহীন মানুষের সংখ্যাও
ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বিশ্বে কোনো ধর্মে বিশ্বাসী নন, এমন মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০১০ সালের পর থেকে বিশ্বে ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় ২৭ কোটি বেড়ে ২০০ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ধর্মহীন মানুষের বসবাস চীনে, যেখানে প্রায় ১৩০ কোটি মানুষ কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত নন।

Tag :

পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রকাশ : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বিশ্বজুড়ে বাড়ছে ইসলামের অনুসারী, এক দশকে যোগ হয়েছে ৩৫ কোটি

প্রকাশ : ০১:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র এক দশকে ইসলাম ধর্মে নতুন করে অনুসারী বেড়েছে প্রায় ৩৫ কোটি।

পিউ রিসার্চ সেন্টারের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম। বর্তমানে বিশ্বে মুসলিমদের সংখ্যা প্রায় ২০০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বের দুটি বৃহত্তম ধর্ম ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান ক্রমশ কমে আসছে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ
পিউ রিসার্চের গবেষণা বলছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা তুলনামূলকভাবে কম। এই অভূতপূর্ব বৃদ্ধির মূল কারণ হলো প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি। অন্যান্য প্রধান ধর্মগুলোর অনুসারীদের তুলনায় মুসলিমদের মধ্যে জন্মহার বেশি এবং মুসলিম জনগোষ্ঠীর গড় বয়সও কম। ইসলামই একমাত্র প্রধান ধর্ম, যেখানে ধর্মান্তরিত হয়ে গ্রহণকারীর সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি।

অন্যান্য প্রধান ধর্মগুলোর চিত্র
হিন্দুধর্ম: বিশ্বের তৃতীয় বৃহত্তম এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় ১২০ কোটি। গত এক দশকে এই ধর্মে অনুসারী বেড়েছে ১২ কোটি ৬০ লাখ। বৌদ্ধধর্ম: অন্যদিকে, বৌদ্ধধর্মের অনুসারীর সংখ্যা কমেছে। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এই ধর্মের অনুসারী কমেছে প্রায় ১ কোটি ৮৬ লাখ। অন্যান্য ধর্ম: গত দশকে ইহুদি ধর্মের অনুসারী বেড়েছে প্রায় ১০ লাখ। শিখ, বাহাইসহ বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যাও বেড়ে প্রায় ২০ কোটিতে দাঁড়িয়েছে।

বাড়ছে ধর্মহীন মানুষের সংখ্যাও
ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বিশ্বে কোনো ধর্মে বিশ্বাসী নন, এমন মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০১০ সালের পর থেকে বিশ্বে ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় ২৭ কোটি বেড়ে ২০০ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি ধর্মহীন মানুষের বসবাস চীনে, যেখানে প্রায় ১৩০ কোটি মানুষ কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত নন।