নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় এক মা ও তাঁর দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে ভালুকা পৌর শহরের ৭নং ওয়ার্ডের একটি বসতঘর থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতরা হলেন ময়না বেগম (২৫) এবং তার দুই সন্তান— মেয়ে রাইসা (৪) ও ছেলে নীরব (২)। ময়না বেগম স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে পুলিশ এখনও কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি। ওসি হুমায়ুন কবির বলেন, "তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।"
এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে ভালুকা জুড়ে গভীর শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com