মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ:
"প্লাস্টিক দুষন বন্ধ করুন" এই প্রতিপাদ্য নিয়ে আজ মানিকগঞ্জ বেতিলা চর- নালরা রাস্তায় তাল ও খেজুর বীজসহ প্রায় দুইশত পরিবেশবান্ধব বৃক্ষ রোপন অভিযানের উদ্ভোদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছমত আলীর সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা গাজীশাহাদাত হোসেন বাদল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সবুজ সংহতির আহবায়ক কৃষিবিদ মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারসিক সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন,কবি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য মো ইউসুফ আলী, উন্নয়নকর্মী কমল চন্দ্র দত্ত ও সুবীর কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, গাছ আমাদের বৃক্ষদেবী বন্ধু। পরিবেশবান্ধব বৃক্ষের চাড়া বিশেষত তাল ও খেজুর চাড়া বেশি করে রোপণ করতে হবে। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে বৃক্ষের কাছে ফিরে আসতে হবে। উল্লেখ্য যে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক মানিকগঞ্জের সংশ্লিষ্ট কর্মএলাকায় দুই মাসব্যাপী প্রায় পাঁচ হাজার বৃক্ষ বিতরণ করার প্রত্যয় করেন।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com