ভারতীয় ক্রিকেটে আবারও ফিরছেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভা। জানা গেছে, এই বৈঠকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সৌরভ।
বিসিসিআই আগেই রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কাছে প্রতিনিধি তালিকা চেয়ে পাঠায়। গত ১২ সেপ্টেম্বর ছিল নাম জমা দেওয়ার শেষ দিন। ক্রিকেট মহলে জোর গুঞ্জন—স্নেহাশিস গাঙ্গোপাধ্যায়ের পর সিএবির পরবর্তী সভাপতি হচ্ছেন সৌরভ।
২৮ সেপ্টেম্বর নির্বাচনের পর সিএবির সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব ও কোষাধ্যক্ষ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর জানানো হবে কারা কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতির নাম নিয়েও চলছে নানা জল্পনা। ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন, এ আসনে হয়তো দেখা যাবে শচীন তেন্ডুলকরকে। তবে মাস্টার ব্লাস্টার নিজেই সেই গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি বিসিসিআইয়ের আগামী সভাপতি হচ্ছেন না।
সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেট প্রশাসনে সৌরভ গাঙ্গুলীর প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে ক্রিকেটমহলে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com