মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরে সাবলেট বাসা ভাড়া দেওয়ার নাম করে কলেজ শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মেঘলা ও পায়েল নামে দুই নারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃতরা কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার তারাইল বাজার এলাকার বাসিন্দা। তারা ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় থেকে ফেসবুকে ‘সাবলেট ভাড়া’ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী নাঈম নামের এক কলেজছাত্র জানান, তিনি ফেসবুকে বাসা ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট বাসায় গেলে তাকে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। আটক মেঘলার বাবার নাম শাহ আলম, স্বামীর নাম তুষার এবং পায়েলের বাবার নাম রাজু আহাম্মেদ। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের হয়েছে, যার নম্বর: ৪৯।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে চাইলে তাদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com