মো. ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ভুটভুটি ও বাই-সাইকেল দুর্ঘটনায় সাইকেল আরোহী এরফান কবিরাজ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
১৩ই সেপ্টেম্বর, শনিবার সকাল সাড়ে ৭টার সময় বদলগাছী ছোট যমুনা নদীর ব্রিজের পূর্ব পাশে, সেনপাড়া ১০ মাথা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এরফান কবিরাজ বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কবিরাজপাড়া মৃত ফজলার রহমান কবিরাজের ছেলে।
স্থানীয় পুলিশ ও সূত্রে জানা যায়, এরফান আলী শনিবার সকালে বাড়ি থেকে বদলগাছী হাটে পটল ও কাঁচা মরিচ বিক্রি করার উদ্দেশ্য রওনা করেছিলেন পথিমধ্যে সেনপাড়া ব্রিজ মোড়ে নামক স্থানে পৌঁছালে মাতাজিহাট থেকে জয়পুরহাটগামী একটি গরুবাহী ভুটভুটি সরাসরি তাঁর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি পাকা রাস্তার উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জরুরি বিভাগের ডাক্তার জানান, এরফান আলী দুর্ঘনাস্থলেই মারা গেছে।
উল্লেখ্য বদলগাছী হাটের দিন হওয়ায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের এসআই আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুটভুটি ও সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com