তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাত বার্ষিকী আজ (৫ সেপ্টেম্বর, শুক্রবার)। এ উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার এবং বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে।
স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, সকাল ১০টায় গ্রামের বাড়িতে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, মিলাদ, দোয়া ও শিরণি বিতরণ হবে। বিকেল ৪টায় মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন মরহুমের যোগ্য উত্তরসূরি এম নাসের রহমান।
দলীয়ভাবে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোও মিলাদ ও দোয়ার আয়োজন করবে।
১৯৩১ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্ম নেন তিনি। ১৯৫৯ সালে লন্ডনের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস থেকে ফেলোশিপ অর্জন করেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আহ্বানে রাজনীতিতে যোগ দিয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
একটানা ১২ বার জাতীয় সংসদে বাজেট পেশ করে তিনি দেশের ইতিহাসে সর্বাধিক বাজেট উপস্থাপনকারী অর্থমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন। তাঁর নেতৃত্বে সিলেটসহ সারাদেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন ঘটে।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি শাহাদাত বরণ করেন। তাঁর শেষ ইচ্ছানুযায়ী তাঁকে মৌলভীবাজারের বাহারমর্দনে সমাহিত করা হয়।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com