সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষ আর চাঁদাবাজ, লুটেরা ও দালালদের সংসদে দেখতে চায় না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা।
তিনি আরও বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। জনগণ আর দুর্নীতিবাজদের মুখ দেখতে চায় না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।
দেশের তরুণ সমাজকে নৈতিকতা ও মূল্যবোধের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক ও হাতপাখার মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমীর মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার ও মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল মতিন (শিপন মোল্লা) এবং সঞ্চালনায় ছিলেন মুফতি সাজেদুল্লাহ সায়েম।
সভায় প্রধান অতিথি মুফতি রেজাউল করিম হাতপাখার প্রতীক তুলে দেন মাওলানা বদরুজ্জামানের হাতে।
দলীয় সূত্র জানায়, “নিরাপদ ও শালীনতার রায়পুরা গড়ার অঙ্গীকার” নিয়ে অনুষ্ঠিত এ জনসভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com