মনপুরা (ভোলা):
ভোলার মনপুরায় আজ ১লা সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকেল ৩টা নাগাদ হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। ৩টা ২০ মিনিটে শুরু হয় আকস্মিক বজ্রপাত ও ঝড়ো বৃষ্টি। প্রায় ৩০ মিনিটের বেশি সময় ধরে চলা বজ্রপাতে ৫নং কলাতলী ইউনিয়নের কাজির চরে কাঁকড়া শিকার করতে গিয়ে জীবন দাস (৫০) নামে এক শিকারির মৃত্যু হয়। তিনি কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়াও মনপুরার বিভিন্ন স্থানে ছয়টি গরু ও একটি মহিষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরুর মৃত্যু হয়। ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিন নামে দুই ব্যক্তির দুটি গরু মারা যায়। ২নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের ব্যবসায়ী মো. শামসুদ্দিনের একটি মহিষ মারা গেছে।
এ ঘটনায় দ্বীপের সকল বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে জানিয়েছেন, তীব্র বজ্রপাতের শব্দে নারী ও পুরুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, অবিলম্বে মানুষকে সচেতন করতে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com