মনপুরা প্রতিনিধি:
ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক অসহায় মহিলার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ ২৮শে আগস্ট, ২০২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় খাদিজা বেগম নামের এক মহিলার উপর ১০০০ টাকা পাওনা নিয়ে হামলা করে একই এলাকার স্থানীয় বাসিন্দা মো. ইমন (পিতা-নুর ইসলাম কর্মকার), মো. ফারুক (পিতা-সাত্তার সিকদার) ও ইমরান। ঐ মহিলাকে এলোপাতাড়ি মারধর করে তার হাত ভেঙে দেওয়া হয়। পরে এলাকাবাসী খাদিজাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১০০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মহিলার উপর এই অতর্কিত হামলা চালানো হয়। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে মহিলার মা গণমাধ্যমকে বলেন, "আমার মেয়ের বাবা নেই। তার স্বামী তাদের নৌকায় মাছ ধরতো, সে ক্ষেত্রে তারা ১০০০ টাকা পেত। এই টাকার জন্য আমার মেয়ের উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করে হাত ভেঙে দিয়েছে।" তিনি হামলাকারী সবাইকে আইনের আওতায় এনে মনপুরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করতে পারেনি গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ মো. আহসান কবির জানান, "আসলে মহিলার সাথে ঘটে যাওয়া ঘটনাটি মর্মান্তিক। তবে যদি কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করে, তাহলে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com