কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করার পর তা থানায় জমা না দিয়ে গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। ঘটনাটি ধামাচ দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের ঘুষের প্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে উপজেলার রাজেশপুর উত্তরপাড়া এলাকায় এসআই আকবর তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারকারী জুয়েল ও সুজনকে আটক করেন। কিন্তু তাদের ছেড়ে দিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করেন। পরে মোটরসাইকেলটি থানায় জমা না দিয়ে স্থানীয় মনির নামে এক ব্যক্তির বাড়িতে রেখে দেন। এ ঘটনায় এসআই আকবর মাদক কারবারিদের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, তল্লাশির সময় পুলিশের সোর্স হিসেবে কাজ করা জাবেদ মাদক পাচারকারীদের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তিনি এ বিষয়ে মামলা করতে চাইলেও এসআই আকবর তাকে বাধা দেন এবং গত এক মাসেও কোনো আইনি ব্যবস্থা নেননি। ভুক্তভোগী জাবেদ নিজেই সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনাটি জানাজানি হলে গত ১১ আগস্ট সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম প্রথমে এটিকে একটি দুর্ঘটনা বলে দাবি করেন। তবে সাংবাদিকদের জব্দ করা মোটরসাইকেলটি দেখাতে গিয়ে তিনি স্বীকার করেন যে, সেটি থানায় নেই। একপর্যায়ে তিনি সোর্সের আহত হওয়ার ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ দেন। তবে এরই মধ্যে থানার এক ওয়্যারলেস অপারেটর সাংবাদিকদের ডেকে ঘটনাটি সংবাদে প্রকাশ না করার জন্য ঘুষের প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com