মো. আনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার দুপচাঁচিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর উপজেলা মডেল মসজিদে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সহসভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু), সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান (মেশকাত) ও ফেরদৌস সাকিদার।
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তালুকদার (কাজল) ও ইউনুস আলী মহলদার (মানিক); পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, বাপ্পি, রিয়াদ, রুহুল, রাশেদ, সোহেল; উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার (রুবেল), সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহসভাপতি আবু হান্নান; পৌর সদর ইউনিয়ন জাসাসের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক রনি এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অপরদিকে, দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা জাহিদুর রহমান চুম্বক, যুবদল নেতা মোস্তাক আহমেদ, ইব্রাহিম আলী, জাহিদ হাসান (রোস্তম), পৌর যুবদল নেতা কাজী ইলিয়াস (কল্লোল), সবুজ শেখ, ইকবাল হোসেন (হিরো), কৃষক দল নেতা মুখলেছুর রহমান বাবু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ।
সভাটি পরিচালনা করেন যুবদল নেতা আবু রায়হান। সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনছুর আলী।