তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর জেলা বিএনপির আয়োজনে শহরের হযরত শাহ মোস্তফা (র.) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, মিজানুর রহমান মিজান, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা।
দলীয়ভাবে জন্মদিনের কেক কাটার আয়োজন না থাকলেও জেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দোয়া মাহফিলে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com