মানিকগঞ্জ প্রতিনিধি;
জানা গেছে, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুড়ি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৬০) ও একই গ্রামের মৃত শাইনালের স্ত্রী জহুরা পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে।
সোমবার (১১ আগস্ট) ওই দুটি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী আলামিন। সে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী। জমি সংক্রান্ত বিরোধ ও প্রতিহিংসার বসতি হয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অপকর্ম করেছেন বলে স্থানীয়রা গণমাধ্যমের কাছে অভিযোগে জানান।
এ বিষয়ে, ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন, বাপ-দাদার আমল থেকে আমি ও আমার পরিবার এই রাস্তা ব্যবহার করে আসছি। দৈনন্দিন কাজকর্ম ও ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করছে। কিন্তু প্রতিবেশী আলামিন দলবল নিয়ে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, আমার জায়গায় জোর করে ঘর উঠাতে বাধা দেওয়া যুবদল নেতা আলামিন যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা নিরীহ মানুষ। আমাদের অভিযোগ করার জায়গা নেই। আপনাদের মাধ্যমে আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ভুক্তভোগগী ৭০ বছর বয়সী জোহরা বেওয়া জানায়, রাস্তা বন্ধ থাকায় আমরা যাতায়াত করতে পারছিনা। বাধ্য হয়ে চক (শস্য ক্ষেত) দিয়ে যাতায়াত করছি। আলামিন বিএনপি করে তাই ওর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
ভুক্তভোগী আশিম জানান, আমি বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এবছর আমি বৃত্তি পরীক্ষা দেব। রাস্তা বন্ধ থাকায় সাইকেল স্কুলে যাতায়াত করতে পারছি না।
এ বিষয়ে অভিযুক্ত আলামিন বলেন, আমি আমার মালিকানা জায়গায় বেড়া দিয়েছি। উনারা আমার জায়গায় রান্নাঘর তুলে ব্যবহার করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি তাই বাধ্য হয়ে রাস্তা আটকে দিয়েছি।
এ বিষয়ে ঘিওর থানা যুবদলের সাধারণ সম্পাদক সাঈফ সানোয়ার বলেন, বালিয়াখোড়া ইউনিয়নে এখনো যুবদলের কমিটি গঠন করা হয়নি। তবে আলামিন সভাপতি প্রার্থী।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামান্না বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com