মানিকগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত সফল উদ্যোক্তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদানের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় ঘিওর উপজেলার জোকা এলাকায় অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মনোয়ার হোসেন মোল্লা।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিয়া সাবরিনা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল বাতেন, ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসিতাতুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং এনপিআইয়ের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন শামসুন্নাহার নাসরিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, “একটি নতুন বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ এ দেশের যুবকদের হাত ধরেই বিনির্মাণ হবে। আমাদের তরুণরা কখনও অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাদের হাত দিয়েই এ দেশের স্বাধীনতা এসেছে, আবার ২০২৪-এর বিপ্লবও এই যুবকরাই এনেছে। আমাদের যুবকদের অবশ্যই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের এই সম্ভাবনাময় যুব সম্প্রদায়ই ভবিষ্যতে বিশ্বে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে সফলতা অর্জনকারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া ১০ জন তরুণ উদ্যোক্তাকে দেড় লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়। পরে, উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com