সাকিব আহসান, প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও
পীরগঞ্জের সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনধারাকে নতুন আঙ্গিকে তুলে ধরতে ‘Cultural Society of Pirganj’ আয়োজন করেছে “আমার চোখে পীরগঞ্জ” শীর্ষক একটি ভিডিও প্রতিযোগিতা। “তোমার ক্যামেরায়, তোমার চোখে, আমাদের পীরগঞ্জ” এই স্লোগানকে সামনে রেখে এই প্রতিযোগিতাটি আয়োজিত হচ্ছে। প্রতিযোগিতায় পীরগঞ্জের বিষয়বস্তুকে কেন্দ্র করে নির্মিত মৌলিক ভিডিও জমা দেওয়া যাবে।
আয়োজকরা জানিয়েছেন, ভিডিওর বিষয়বস্তু অবশ্যই পীরগঞ্জকে নিয়ে হতে হবে এবং ব্যবহৃত আবহ সঙ্গীত অবশ্যই কপিরাইট-মুক্ত হতে হবে। কোনো প্রকার ধর্মীয় বা রাজনৈতিক বিষয়বস্তু সম্বলিত ভিডিও গ্রহণযোগ্য হবে না। ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৪ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
অংশগ্রহণকারীদের নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘Cultural Society of Pirganj’-এর ফেসবুক গ্রুপে ভিডিওটি পোস্ট করতে হবে। বিচারকমণ্ডলী সৃজনশীলতা, উপস্থাপনার কৌশল এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে সেরা ১০টি ভিডিও প্রাথমিকভাবে বাছাই করবেন। পরবর্তীতে, এই ১০টি ভিডিওর মধ্যে দর্শকদের সর্বাধিক পছন্দের ভিডিওটি সেরা হিসেবে নির্বাচিত হবে। এছাড়াও, নারী প্রতিযোগীদের জন্য “Best Female Content Creator” হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
সেরা ভিডিও নির্মাতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সম্মানসূচক সনদপত্র। প্রতিযোগিতায় ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫শে আগস্ট, ২০২৫।
এই উদ্যোগের বিষয়ে আয়োজকরা জানান, পীরগঞ্জের সৌন্দর্য, সংস্কৃতি এবং ইতিবাচক দিকগুলো সকলের সামনে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য, যা তরুণ প্রজন্মের সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com