মো. ইয়াকুব আলী রুবেলপ, টুয়াখালী প্রতিনিধি:
গাজীপুরে প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও পেশাগত দায়িত্ব পালনের সময় আনোয়ার হোসেনকে পুলিশের উপস্থিতিতে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার দুপুর ১২ টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে পালন করেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা রাখেন সাংবাদিক মো. জসীম উদ্দিন, অতুল চন্দ্র পাল, মিজানুর রহমান, এম জাফরান হারুন, ইয়াকুব আলী রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ও পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে বেধড়ক মারধর স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। ঘটনার সঙ্গে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসী সাংবাদিকের ওপর হামলা করার সাহস না পায়।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com