ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগে তানভীর হাওলাদার (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ আগস্ট) দুপুরে দাসের হাওলা মাছঘাট এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তানভীর হাওলাদার মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
মনপুরা থানা সূত্রে জানা যায়, এই ঘটনায় ভুক্তভোগী দীপঙ্কর নামে এক ব্যবসায়ী বাদী হয়ে গত ৯ আগস্ট একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩)। মামলায় তানভীরের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩ (বেআইনি সমাবেশ), ৪৪৮ (অনধিকার প্রবেশ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত), ৩০৭ (হত্যার চেষ্টা), ৩৮৫ (চাঁদা আদায়ের জন্য ভয় প্রদর্শন), ৩৮৬ (মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে চাঁদাবাজি), ৪২৭ (অন্যায়ভাবে ক্ষতিসাধন) এবং ৫০৬(২) (গুরুতর অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সূত্রটি আরও জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে আরও একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তানভীরের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন ব্যবসায়ী ও জেলেদের কাছ থেকে চাঁদা আদায় এবং মাছ ছিনিয়ে নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তানভীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী একজন হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী। প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com