সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ।
মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া নিজের ছবি ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ। রবিবার (১০ আগস্ট) দুপুরে সিংগাইর পৌরসভার ১ নং ওয়ার্ডের নয়াডাঙ্গী কাঁচাবাজার আড়তে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এটিকে নিজের বিরুদ্ধে 'গভীর ষড়যন্ত্র' ও 'সম্মানহানিকর' বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে মিল্টন মাহমুদ অভিযোগ করে বলেন, "গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম, যেমন—দৈনিক যায়যায়দিন, দৈনিক ইত্তেফাক, ঢাকা পোস্ট ডটকমসহ বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই একটি সংবাদের সাথে আমার ছবি ব্যবহার করা হয়।"
তিনি আরও বলেন, "আমি মনে করি, এটি নিঃসন্দেহে আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করতে এবং আমার দীর্ঘদিনের স্বচ্ছ রাজনীতিকে কলুষিত করার জন্যই এমন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আমার সম্মানহানি করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
এ সময় তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দ্রুততম সময়ের মধ্যে ভুল সংশোধন করে প্রতিবাদলিপি ছাপানোর আহ্বান জানান এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।
এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নূর আলম বাবুল, সহ-সভাপতি মো. আক্রাম হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্র দলের সাবেক সদস্য সচিব হৃদয় আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, ছাত্রদল নেতা রুহুল আমিন আনসারী, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com