মো. রবিউল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
শুক্রবার বিকালে ঢাকার ধামরাইয়ে আইঙ্গন এলাকায় পরিচ্ছন্নতাকর্মী জনকল্যাণ সংগঠনের ধামরাই থানা শাখার উদ্যোগে বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিচ্ছন্নতাকর্মী জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সুলতান শেখ।
সাংবাদিক খাইরুল ইসলাম অভিসঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই থানা শাখার সভাপতি মো, জহিরুল ইসলাম। তিনি বলেন “সময় মত আমাদের পারিশ্রমিক দেয়া না হলে, অথবা আমাদের কর্মীদেরকে কেউ হয়রানি করলে, আপনারা সাথে সাথে আমাদের সংগঠনকে অবগত করবেন, আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ গ্রহণ করবো, আপনারা নিজেরা কেউ কখনো বাড়ির মালিক ভাড়াটিয়া অথবা সিকিউরিটি গার্ড ও ফ্যাক্টরির কর্মীদের সাথে ঝগড়া-বিবাদে জড়াবেন না।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড পরিচ্ছন্নতা কর্মী সভাপতি মো. আব্দুস সামাদ, আলী আজগর, স্বপন মিয়া, শফিকুল ইসলাম, শামীম হোসেন, সোহাগ মিয়া সহ বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন বাড়ির মালিক ভাড়াটিয়া ও বিভিন্ন মিল ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উপস্থিত সকলের মাঝে ভোজের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সুলতান শেখ বলেন, পরিছন্ন কর্মীদের সাথে কেউ দুর্ব্যবহার করবেন না, অনেকেই আমাদেরকে একটু বাঁকা চোখে দেখে, আমি তাদেরকে বলতে চাই আমরাও মানুষ, কোনো পরিছন্নতা কর্মী যদি আপনাদের সাথে দুর্ব্যবহার করে থাকে আমাদের সংগঠনকে অবগত করুন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, অনেক সময় দেখা যায় আমার সহকর্মী ভাইদেরকে পরিচ্ছন্নতার কাজে নিয়ে তাদেরকে পারিশ্রমিক কম দেওয়া হয়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পরিবার-পরিজন আছে আপনাদের কাছ থেকে উপার্জিত অর্থ দিয়ে আমাদের চলতে হয়।
তার সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সংগঠন আরও শক্তিশালী করতে হবে, এবং আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, তবে এটা আমার একার দ্বারায় সম্ভব না, আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন।
তিনি আরো বলেন আমাদের সংগঠনের সকল সদস্য ঢাকা জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে চাই এখানে বসবাসরত সবাইকে।
দেশটা আমাদের, পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার বদ-অভ্যাস।
তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, আমরা সকলে মিলে ক্লিন বাংলাদেশ গড়ে তুলবো।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com