নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দলটির ঢাকা জেলা উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী (হাফিজাহুল্লাহ)।
দলীয় সূত্রে জানা গেছে, দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ আসনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি সাভার, নবাবগঞ্জ ও দোহার অঞ্চলে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। একাধিক বুজুর্গ ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়ে তিনি দ্বীনি মহলে বিশেষ শ্রদ্ধা অর্জন করেছেন।
এই ঘোষণার পর ঢাকা-১ আসনের জমিয়ত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার বিজয়ের জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মুফতি মাহবুবুর রহমানের ক্লিন ইমেজ, সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এবং দ্বীনি খেদমতের দীর্ঘ অভিজ্ঞতা তাকে নির্বাচনে বাড়তি সুবিধা দেবে। তারা আশা প্রকাশ করে বলেন, "আল্লাহ তাআলা যদি তাকে বিজয়ী করেন, তবে তিনি সংসদ সদস্য হিসেবে দেশ ও এলাকার জনগণের সত্যিকারের সেবা করতে সক্ষম হবেন। তার নেতৃত্বে ঢাকা অঞ্চলে জমিয়ত আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।"
নির্বাচনকে সামনে রেখে মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী শীঘ্রই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com