পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুক্তা আক্তার দুই সন্তানের জননী। তাঁর বাবার বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে।
পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ০৮, তারিখ: ০১.০৮.২০২৫) নথিভুক্ত হয়েছে।
রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের শাশুড়ি দাবি করেছেন, হঠাৎ স্ট্রোক করার কারণে মুক্তার মৃত্যু হয়েছে।
তবে নিহতের ভাই মাসুম অভিযোগ করে বলেন, "শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কারণে আমার বোনের মৃত্যু হয়েছে। দুই-একদিনের মধ্যেই সে বাবার বাড়িতে ফেরার কথা বলেছিল।" তিনি এ ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com