নিজস্ব প্রতিনিধি:
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মায়ের কোল হলো তাদের নিরাপদ আশ্রয়। ক্ষুধার জ্বালায় মায়ের কোল ছেড়ে শিশুরা যখন মা-বাবার ঘর ছেড়ে অজানার পথে পা বাড়ায়, তখনই তাদের পরিচয় হয় পথশিশু।
নবীগঞ্জ শহরে বেশকিছু পথশিশু রয়েছে। তারা বড় অসহায়। ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না, পরতে পারে না ভালো কোনো পোশাক। পায় না ভালো আচরণ। রাস্তাঘাটে পাঁচ টাকা-দশ টাকার জন্য তারা পথচারীকে নানাভাবে অনুরোধ করে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়। পথশিশুদের নিয়ে ১ আগস্ট শুক্রবার দুপুরে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গাজীর টেকে পথশিশু ও অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনটি।
স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলু মিয়া তালুকদারের অর্থায়নে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গাজীর টেকে পথশিশু ও অসহায় দরিদ্র মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি, হবিগঞ্জ-এর পথশিশু, রিকশাশ্রমিক ও ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া বলেন, "এসব পথশিশুর পাশে থাকা ও তাদের জন্য একজন নাগরিক হিসেবে মৌলিক সেবা প্রদানের জন্য এ সংগঠনটির জন্ম। পথশিশুরা যেন অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা ও শিক্ষা নিতে পারে, এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।"
অনুষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ দিলু মিয়া তালুকদার বলেন, "স্বাধীন দেশে এ পথশিশুদেরও সমান সুযোগ-সুবিধা নিয়ে বড় হওয়ার অধিকার আছে। উন্নত দেশগুলোতে দেখা যায়, প্রত্যেকটি শিশুর দায়িত্ব রাষ্ট্র কোনো না কোনোভাবে পালন করে।"
স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, "পথশিশুরা কারও না কারও সন্তান, আত্মীয়-স্বজন। আল্লাহর সৃষ্টি সেরা জীব মানুষ হওয়ার কারণে পথশিশুদেরও রয়েছে ন্যায্য অধিকার। স্বাধীন দেশে এ পথশিশুদেরও সমান সুযোগ-সুবিধা নিয়ে বড় হওয়ার অধিকার আছে। পথশিশুদের অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।"
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলু মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সফর আলী, সাংবাদিক স্বপন রবি দাশ, মো. মুহিবুর রহমান, হারিছ মিয়া-সহ আরও অনেকে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com