ফরিদপুর (বোয়ালমারী):
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক ব্যক্তির বিরুদ্ধে ইতালি পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পান্নু মোল্যা (৫৫) উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন। ভুক্তভোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম (৫৫) একই গ্রামের বাসিন্দা।
জাহিদুল ইসলামের অভিযোগ, প্রায় চার বছর আগে তার ভাগ্নেকে ইতালি পাঠানোর কথা বলে পান্নু মোল্যা তার কাছ থেকে ১২ লক্ষ টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও ভাগ্নেকে বিদেশে পাঠাতে পারেননি এবং টাকাও ফেরত দেননি। এই বিষয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পান্নু মোল্যা টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন তারিখ দিলেও তা পরিশোধ করেননি বলে অভিযোগ জাহিদুলের। তিনি পান্নু মোল্যাকে একজন আদম ব্যবসায়ী হিসেবেও অভিযুক্ত করেন।
এ বিষয়ে সহস্রাইল গ্রামের বাসিন্দা সৈয়দ ইকরাম আলী জানান, টাকা লেনদেনের বিষয়টি তিনি অবগত আছেন এবং এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়েছে। বৈঠকে পান্নু টাকা ফেরত দেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন করেননি। এলাকার অনেকেই এই ঘটনা সম্পর্কে জানেন বলে তিনি জানান।
তবে অভিযুক্ত পান্নু মোল্যা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, জাহিদুল ইসলামের ভাগ্নের চাকরির জন্য এক লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই টাকা ফেরত দেওয়ার বিষয়ে কথা চলছে। ইতালিতে পাঠানোর জন্য ১২ লক্ষ টাকা নেওয়ার বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com