মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের পরিবর্তে এখন থেকে সরকারি কর্মকর্তারা সাময়িকভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে জেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের ৩০ জুলাই ২০২৩ তারিখের ৫১৪ নম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়, সিংগাইর ইউনিয়ন পরিষদ ছাড়া উপজেলার বাকি ৯টি ইউনিয়ন—বায়রা, তালেবপুর, জামশা, চারিগ্রাম, শায়েস্তা, জয়মন্টপ, ধল্লা, জামির্তা ও চান্দহর—এর প্যানেল চেয়ারম্যানরা সঠিকভাবে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় ইউনিয়নগুলোর জনসেবা ও সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, উল্লেখিত ইউনিয়নগুলোর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সাময়িকভাবে সরকারি কর্মকর্তাদের কাছে অর্পণ করা হয়েছে।
প্রশাসনের মতে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনা।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com