সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে সরকারি খাল দখল করে প্রভাবশালী ব্যক্তির অবৈধ স্থাপনা নির্মাণের খবর প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। খবরের জেরে মঙ্গলবার (২৯ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করে তিন দিনের মধ্যে ওই স্থাপনা সরিয়ে ফেলার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ প্রকাশের পর সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ বিন শফিক মঙ্গলবার উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “সরকারি জমি দখলের কোনো সুযোগ নেই। খালের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, অভিযুক্ত বছর উদ্দিন খাঁ স্থাপনা সরিয়ে নিতে সম্মত হয়ে লিখিতভাবে জানিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের বাসিন্দা বছর উদ্দিন খাঁ সরকারি খালের একটি বড় অংশ দখল করে ইট, বাঁশ ও কাঠ দিয়ে স্থায়ী ভবন নির্মাণ শুরু করেন। এ নিয়ে গত ২৭ ও ২৮ জুলাই একাধিক জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং তারা দ্রুত ব্যবস্থা গ্রহণে মাঠে নামে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই খালটি বহু বছর ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটি নির্মিত হলে বর্ষা মৌসুমে পানি আটকে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতো। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com