নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল এক ব্যতিক্রমী খাল পরিষ্কার কর্মসূচির আয়োজন করেছে। সোমবার (এখানে একটি তারিখ ও বার যোগ করা যেতে পারে) রাজধানীর মোহাম্মদপুর এলাকার কাদেরাবাদ হাউজিং সংলগ্ন নামাবাজার খাল এলাকাজুড়ে এই কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই উদ্যোগ রাজনীতিকে মানবিকতার সঙ্গে যুক্ত করার একটি চমৎকার উদাহরণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সোহেল, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান খান
এছাড়া মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা এবং তরুণরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, জনগণের সেবার জন্য। আমরা চাই, সবাই এই ধরনের কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করুক।”
কর্মসূচির অংশ হিসেবে খালের পানিতে জমে থাকা ময়লা, পলিথিন ও আবর্জনা পরিষ্কার করা হয়। এর ফলে খালের পানি প্রবাহ সচল হয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশার উপদ্রব হ্রাস এবং স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
স্বেচ্ছাসেবক দলের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলো যদি নিয়মিত এমন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসে, তাহলে আমাদের এই শহর আরও বাসযোগ্য ও সুন্দর হয়ে উঠবে।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ ধরনের জনসেবামূলক কর্মসূচি চলমান থাকবে এবং নগরের অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com