মো. কামরুল হোসেন সুমন, মনপুরা:
ভোলার মনপুরা উপজেলার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে। রবিবার (২৭ জুলাই) ভোর ছয়টায় সাগর মোহনার লাল বয়ার পূর্ব-দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ২২ জেলে নিখোঁজ ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা পর মজিদ মাঝি ও সেকান্দর মাঝির ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেন।
ডুবে যাওয়া ট্রলারের মালিকের পক্ষে জনতা বাজারের ব্যবসায়ী সাত্তার পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলেদের উদ্ধার করা গেলেও ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা লোকমান হোসেন ঢালি।
উদ্ধার হওয়া এক মাঝি জানান, রবিবার ভোরে জনতা বাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যাওয়ার পথে একটি ডুবো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটির তলা ফেটে যায় এবং এটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ২২ জন জেলেকেই পরে মনপুরার অন্য একটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার বলেন, "ট্রলারডুবির ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। খোঁজখবর নিয়ে দেখছি। তবে ওই এলাকাটি আমাদের আওতাধীন নয়।"
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, "একজন আমাকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। সব জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি।"
মেবাইল: 01715341442,01887911655 ই-মেইল: newstarunkantha@gmail.com
ajkertarunkantha.com